দক্ষিণ কোরিয়ায় হ্যালোউইনে প্রাণ গেল ১৪৬ জনের

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১২:২১ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ায় হ্যালোউইন উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৫০ জন।

দেশটির রাজধানী সিউলে রাতে জনপ্রিয় ইটাওয়ান এলাকার হ্যামিল্টন হোটেলের কাছে ব্যাপক লোক সমাগমের কারণে এ দুর্ঘটনা ঘটলেও পদদলনের ঘটনা কীভাবে শুরু হয় তা জানা যায়নি।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানায় করোনা মহামারীর পর এটিই ছিল ঘরের বাইরে মাস্ক-বিহীন প্রথম হ্যালোউইন উদযাপন অনুষ্ঠান।

একজন স্থানীয় সাংবাদিক জানান দুর্ঘটনাটি ঘটার পর ইয়ংসান জেলার প্রতিটি মোবাইল ফোনে দ্রুত ঘরে ফিরে যাওয়ার জন্য জরুরি বার্তা পাঠানো হয়।

ইটাওয়ান ইয়ংসানে তরুণদের কাছে জনপ্রিয় একটি ব্যস্ত বার এলাকা এবং হ্যালোউইন হলো দক্ষিণ কোরিয়ার রাজধানীতে বছরের সবচেয়ে ব্যস্ত সপ্তাহান্তগুলোর মধ্যে একটি।

সিউলের মেয়র অহ সে-হুন ইউরোপে তার চার দেশ সফর সংক্ষিপ্ত করে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধযেমন হতে পারে স্ট্রোকের চিকিৎসা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা