সীতাকুণ্ডের অটো স্টিলের পাঁচ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৩৪ কোটি টাকা ঋণখেলাপি মামলা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ১০:২৫ অপরাহ্ণ

ওয়ান ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ২৩৪ কোটি টাকা ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

এই পাঁচ ব্যবসায়ী হলেন সীতাকুণ্ডের শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ হোসেন, জানে আলম ও মাহবুব আলম।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, “পাঁচ ব্যবসায়ী ওয়ান ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি। ঋণের বিপরীতে ব্যাংকে অতি সামান্য সম্পত্তি বন্ধক রয়েছে। গত ১৩ এপ্রিল খেলাপি ঋণ আদায়ের দাবিতে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে।”

তিনি বলেন, “গতকাল সোমবার (১৫ মে) ব্যাংকের পক্ষ থেকে পাঁচ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। মঙ্গলবার (আজ) আদালত শুনানি শেষে পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) নির্দেশ দেয়।”

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় সন্ত্রাসী হামলায় এসএসসিতে অংশ নিতে পারেনি পরীক্ষার্থী
পরবর্তী নিবন্ধকূটনীতিকদের সুরক্ষা স্বাগতিক দেশকেই নিশ্চিত করতে হবে : যুক্তরাষ্ট্র