সাতকানিয়ায় কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রি করায় লাখ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২০ জুন, ২০২২ at ৯:৪৮ অপরাহ্ণ

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে করে অবৈধভাবে গ্যাস বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার(২০ জুন) বিকালে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে আশ-শেফা হাসপাতালের পেছনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।

জানা যায়, কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে আশ-শেফা হাসপাতালের পেছনে ট্রাকের উপর ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার নিয়ে অবৈধভাবে গ্যাস বিক্রি করছিল আজিজুল হক। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা সেখানে অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে গ্যাস বিক্রেতা আজিজুল হককে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার বেশ কয়েকটি স্থানে কাভার্ডভ্যান দাঁড় করিয়ে টংঘর স্থাপন করে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধ করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। অন্যথায় এসব গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ঝর্ণার জলে ভেসে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শুদ্ধাচার পুরস্কার পেলেন সবুজ চাকমা