সাতকানিয়ায় লোকালয়ে প্রবেশের এক ঘণ্টা পর মারা গেল হরিণটি

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৮ মে, ২০২৩ at ১০:৪৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় লোকালয়ে প্রবেশের এক ঘণ্টা পর মারা গেছে একটি মায়া হরিণ।

আজ রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে হরিণটি উপজেলার পুরানগড়ের উত্তর মনেয়াবাদ এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে এবং সাড়ে এগারোটার দিকে মারা যায়।

পুরানগড় ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহাবুবুল হক সিকদার জানান, চন্দনাইশের দিয়াকুল এলাকায় লোকালয়ে একটি হরিণ দেখে সবাই ধরার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে হরিণটি সাঙ্গুনদী পার হয়ে সাতকানিয়ার পুরানগড়ের উত্তর মনেয়াবাদ এলাকায় চলে আসে। এরপর স্থানীয় লোকজন হরিণটিকে ধারার জন্য ধাওয়া করে।

এক পর্যায়ে হরিণটি মোস্তাফিজুর রহমান নামের একজনের বসতঘরে ঢুকে পড়ে। বিষয়টি জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ও স্থানীয় বন বিভাগকে বিষয়টি জানান।

খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বন বিভাগের লোকজন এসে বসতঘর থেকে হরিণটি উদ্ধার করে। উদ্ধারের কিছুক্ষণ পর হরিণটি মারা যায়।

ইউপি চেয়ারম্যান আরো জানান, হরিণটি চন্দনাইশের চৌকিদার ফাঁড়ির পাহাড়ি এলাকা থেকে দিয়াকুলের লোকালয়ে ঢুকে পড়ে।

এদিকে, হরিণটি মারা যাওয়ার পর ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়েছে।

সাতকানিয়া উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন তানভীর বলেন, “শুনেছি হরিণটি পাহাড় থেকে লোকালয়ে প্রবেশের পর দফায় দফায় লোকজনের ধাওয়া খেয়েছে। এছাড়া প্রচণ্ড গরম ছিল। লোকালয়ে প্রবেশের পর ধাওয়া খাওয়ায় ভয়ও পেয়েছে। হিট স্ট্রোক করে হরিণটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হরিণটির শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মারা যাওয়া হরিণটির বয়স আনুমানিক ১ বছর। ওজন ১২-১৫ কেজির মতো হবে।”

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “লোকালয়ে হরিণ প্রবেশের বিষয়ে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। উত্তর মনেয়াবাদের মোস্তাফিজুর রহমান নামের একজনের বসতঘর থেকে হরিণটি উদ্ধার করি। উদ্ধারের কিছুক্ষণ পর হরিণটি মারা যায়। তবে হরিণটির শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নাই। এ বিষয়ে আমরা সাতকানিয়া থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেছি।”

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে জিপ চাপায় বাবার মৃত্যু