সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মাঈনুদ্দিন আরাফাত (৮)।
গতকাল মঙ্গলবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জনার কেঁওচিয়ার জামাল মাস্টারের বাড়ি এলাকায় নানার বাড়ি থেকে শিশু মাঈনুদ্দিন আরাফাত নিখোঁজ হয় এবং আজ বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে পার্শ্ববর্তী মাস্টার বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু মাঈনুদ্দিন আরাফাত বাজালিয়া ইউনিয়নের মাহালিয়ার ওমান প্রবাসী আবদুল মান্নানের পুত্র এবং মাহালিয়া তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার ছাত্র।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, শিশুটি গত কয়েকদিন আগে তার অসুস্থ মায়ের সাথে জনার কেঁওচিয়া জামাল মাস্টারের বাড়ি এলাকায় মো. হোসেনের (নানা) বাড়িতে আসে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর নানার বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। পরে আজ ভোরে নানার বাড়ির পার্শ্ববর্তী মাস্টার বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু মাঈনুদ্দিন আরাফাতের মরদেহ তার গ্রামের বাড়ি বাজালিয়ার মাহালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।