কাপ্তাইয়ে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৭ মে, ২০২৩ at ৮:২৯ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সিরাজুল সালেহিন আকিব (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ আকিবকে উদ্ধার করতে কাপ্তাই থানা পুলিশ, দমকল বাহিনী এবং নৌ বাহিনীর ডুবুরি দল টানা ৭ ঘণ্টা যৌথ তল্লাশি করেও সন্ধান পায়নি।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৭ মে) কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা এলাকায়। নিখোঁজ আকিবের পিতা সহিদুল ইসলাম কাপ্তাইস্থ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একজন শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইসি শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ বুধবার নিখোঁজ আকিব ও তার তিন বন্ধু বেলা ১টার সময় হাদি টিলা নামক স্থানে কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। এই সময় হঠাৎ দমকা হাওয়া এবং ঝড় শুরু হয়। এই সময় আকিবের তিন বন্ধু দ্রুত নদী থেকে পাড়ে উঠতে পারলেও আকিব পানিতে তলিয়ে যায়।

পরে বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের খবর দেন।

খবর পেয়ে স্থানীয় জনগণ এবং আকিবের পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে নদীতে তল্লাশি শুরু করেন।

কাপ্তাই থানা পুলিশ, দমকল বাহিনী এবং নৌ বাহিনীর ডুবুরি দল বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যাপক তল্লাশি করেও নিখোঁজ যুবকের সন্ধ্যান পায়নি।

কাপ্তাই দমকল বাহিনী সূত্রে জানা গেছে সন্ধ্যা ৭টার সময় নদীতে অন্ধকার নেমে আসলে আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

তবে উদ্ধার অভিযান স্থগিত হলেও নিখোঁজ আকিবের পরিবারের সদস্যরা এই সংবাদ লেখা পর্যন্ত নদী তীরবর্তী স্থানে আকিবের সন্ধানের অপেক্ষায় অবস্থান করছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কর্ণফুলীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ