সাতকানিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:৪৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় বিলের পানিতে হাতজাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আশেক উল্লাহ (৩১)।

আজ বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ছদাহার সোনা মিয়ার ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মো. আশেক উল্লাহ ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঝের পাড়ার মৃত মো. ইসলামের পুত্র।

ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আরিফুর রহমান জানান, অটোরিকশা চালক আশেক উল্লাহ আজ সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী সোনা মিয়ার ঘাটা এলাকায় হাতজাল নিয়ে বিলের পানিতে মাছ ধরতে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙা সড়কের পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটির ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে আশেক উল্লাহ গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, বিলের পানিতে হাতজাল নিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশেক উল্লাহর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
পরবর্তী নিবন্ধএবার নালায় পড়ে নিখোঁজ বাকলিয়ায়