সাতকানিয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৮ মার্চ, ২০২৩ at ৭:০৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় একটি দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার যুবকের নাম জাহেদুল আলম প্রকাশ সর্বহারা নুরু (২৬)।

গত শনিবার সকালে প্রতিবেশীদের ওপর গুলি ছোড়ার ঘটনায় আজ বুধবার (৮ মার্চ) ভোরে কক্সবাজারের উখিয়া থেকে তাকে গ্রেফতারের পর তার দেখানো মতে পুরানগড়ের বসতঘরের নির্মাণাধীন গোসলখানা থেকে অস্ত্র-কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পুরানগড় ইউনিয়নের উত্তর পুরানগড়ের পাঁচ ঘড়িয়া পাড়ার মো. আবছার গত শনিবার সকালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি সড়ক মেরামতের কাজ করছিল। এসময় প্রতিবেশী জাহেদুল আলম প্রকাশ সর্বহারা নুরুর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল প্রকাশ্যে দা, লোহার রড ও অস্ত্র নিয়ে এসে কাজে বাধা প্রদান করে।

তারা সড়ক মেরামতের সাথে জড়িতদেরকে দা ও লোহার রড দিয়ে আঘাতও করে এবং এক পর্যায়ে জাহেদুল আলম গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়।

আহতের মধ্যে রামু ক্যান্টনমেন্টে কর্মরত এক সেনা সদস্যও রয়েছে। ঘটনার পর থেকে জাহেদুল পলাতক ছিল। এ ঘটনায় মো. আবছার বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, এসআই প্রবীণ দেব ও মো. সামছুদ্দৌহার নেতৃত্বে পুলিশ আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া পালংখালী এলাকা থেকে আসামী জাহেদুল আলম প্রকাশ সর্বহারা নুরুকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য ও দেখানো মতে, বসতঘরের নির্মাণাধীন গোসলখানা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গ্রেফতার জাহেদুল আলম প্রকাশ সর্বহারা নুরু সম্প্রতি এলাকার একটি সড়কের মেরামত কাজকে কেন্দ্র করে লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। আজ উখিয়ার পালংখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য ও দেখানো মতে বসতঘরের নির্মাণাধীন গোসলখানা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় সাতকানিয়া থানার এসআই প্রবীণ দেব বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তাকে আদালতে হাজির করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৯
পরবর্তী নিবন্ধরোহিঙ্গারা নানা অপকর্মে জড়িত