সাতকানিয়ায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরল যুবকের তাজা প্রাণ। নিহতের নাম মো. এমরান (৩০)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।
আজ শুক্রবার (২৬ মে) বিকালে কেরানীহাট-বান্দরবান সড়কের বাজালিয়া বুড়ির দোকানের পশ্চিম পার্শ্বের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. এমরান উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ফকির পাড়ার আবদুল মান্নানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকালে এমরান মোটরসাইকেল চালিয়ে কেরানী হাটের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি সড়কের বুড়ির দোকানের পশ্চিম পার্শ্বে থাকা ব্রিজ পার হওয়ার মুহূর্তে একইমুখী একটি ট্রলি ঘুরিয়ে বাজালিয়ার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেলটির বান্দরবানমুখী অপর একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমরান গুরুত্বর আহত হন।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এ দুর্ঘটনার বিষয়ে তার কাছে কোনো তথ্য নাই বলে জানান।