রাঙ্গুনিয়ায় পানিতে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আয়দা আলম।
সে উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাওলা বাপের বাড়ি এলাকার প্রবাসী জাহাঙ্গীর আলমের কন্যা।
আজ শুক্রবার (৪ মার্চ) সকালের দিকে এই ঘটনা ঘটে।
নিহত আয়দা আলমের মামা তারেক হাসান বলেন, “সকালে পুকুরের পাশে খেলছিল আয়দা। পরে পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে গেলে সকাল সাড়ে ১১টার দিকে পুকুরে তার নিথর দেহ ভেসে থাকতে দেখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”