শুকনো পাতার আগুনে পুড়েছে ১৩ বসতঘর

বান্দরবানের রাজবিলা

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৭:২৩ অপরাহ্ণ

বান্দরবানের রাজবিলায় আগুনে পাহাড়িদের ১৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আজ শুক্রবার (৪ মার্চ) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মেওয়া পাড়া রবার বাগান এলাকায় শুকনো পাতা পোড়ানোর আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে পাড়ার ১৩টি বসতবাড়ি।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা বলেন, “আগুনে নয় নম্বর ওয়ার্ডের মেপ্রুর ঘর সহ ১৩টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫/৩০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল আলম জানান, রাবার বাগান এলাকায় আগুনে পুড়ে গেছে পাহাড়িদের ঘরবাড়ি। শুকনো পাতা পোড়ানোর আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়। তবে ১৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজরুরি নম্বরে ফোন দিয়ে নিজের বিয়ে ঠেকালো কিশোরী
পরবর্তী নিবন্ধখেলতে খেলতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু