চাকা খুলে উল্টে গেল যাত্রীবাহী বাস

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ জুলাই, ২০২২ at ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা খুলে গিয়ে উল্টে গেলে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আজ মঙ্গলবার(১২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া ও রাউজানের সীমান্তবর্তী তাপবিদ্যুৎ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “চন্দ্রঘোনা থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে সড়কের তাপবিদ্যুৎ গেইট এলাকায় পৌঁছালে এটির সামনের চাকা খুলে গিয়ে উল্টে যায়। যাত্রীদের মধ্যে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির কারণে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এটিকে অন্য একটি ট্রাকের সাহায্যে বাসটিকে সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।”

রাউজান চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) মো. খুরশেদ আলম রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার পুরোপুরি ব্যর্থ