রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে ১২ কেজি ও ৮ কেজি ওজনের ৮ ও সাড়ে ৪ ফুট লম্বা দুইটি অজগর সাপকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বনবিভাগ।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাজীর ঢালায় কৃষি জমিতে কৃষকরা দেখতে পেলে সাপ দু’টি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে। পরে বিকেলের দিকে স্থানীয় গভীর জঙ্গলে সাপ দু’টি বনে অবমুক্ত করা হয়।
স্থানীয় এক কৃষক বলেন, সকালে কৃষি জমির আগাছা পরিষ্কার করতে গেলে অজগর দুইটি চোখে পড়ে। এর আগেও অজগর এসে হাঁস-মুরগী খেয়ে চলে যায়। পরে সাপ দু’টি উদ্ধার করে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখি। বনবিভাগকে খবর দিলে তারা এসে সাপ দু’টি নিয়ে যায়।
বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, “খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে সাপ দু’টি উদ্ধার করা হয়। পরে গভীর জঙ্গলে সাপ দু’টি অবমুক্ত করা হয়।”