হাটহাজারীতে চোরাই ব্যাটারি-অটোরিকশা সহ আটক ২

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:২৯ অপরাহ্ণ

হাটহাজারীতে চোরাই ব্যাটারি, দেশীয় অস্ত্র ও সিএনজিচালিত অটোরিকশা সহ মো. ফরহাদ (২৪) ও মোহাম্মদ নাছির উদ্দীন (২৩) নামে ২ জনকে আটক করেছে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কুয়াইশ নয়া রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার কালাবাদশা বাড়ির মো. আলীর পুত্র, অন্যজন ফটিকছড়ির উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার বহরম কাশেম বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র।

সূত্রে জানা যায়, উপজেলার কুয়াইশ নয়া রাস্তা এলাকার অক্সিজেনগামী পাকা রাস্তার পাশে জাহাঙ্গীর আবাসিকে চোরাই মালামাল বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করার সংবাদ পেয়ে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে সহকারী উপ-পরিদর্শক মো. আলী আজম ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়। এই সময় আরো ২ জন পালিয়ে যায়।

এ সময় আটককৃতদের তথ্য মতে ১০টি চোরাই ব্যাটারি, ২টি চাকু, চুরির কাজে ব্যবহৃত ২টি সিএনজিচালিত অটোরিকশা (চট্টগ্রাম -থ ১৪-৫২১৫, চট্টগ্রাম থ-১১-৮২৭৯) উদ্ধার করা হয়।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে পারমাণবিক বিদ্যুৎ শক্তি বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই অজগর উদ্ধার, বনে অবমুক্ত