সিআইইউতে পারমাণবিক বিদ্যুৎ শক্তি বিষয়ক সেমিনার

| মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:০৩ অপরাহ্ণ

পারমাণবিক বিদ্যুৎ শক্তি এবং পারমাণবিক প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড রিঅ্যাক্টর ডিজাইন’ শীর্ষক সেমিনার।

সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ সম্প্রতি নগরীর জামাল খান ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে পারমাণবিক বিদ্যুৎ শক্তি নিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইদাহো ন্যাশনাল ল্যাবরেটরির পোস্ট ডক্টরিয়াল রিসার্চ অ্যাসোসিয়েট ড. পলাশ কুমার ভৌমিক।

এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি সম্পদের নানান চিত্র তুলে ধরেন। জানান, উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা গেলে আগামি দিনে পারমাণবিক বিদ্যুৎ শক্তি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যুগান্তকারী সম্পদ হিসেবে গড়ে উঠবে। বদলে যাবে দেশের পুরো অর্থনৈতিক চিত্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর স্কুৃল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। পুরো সেমিনারটি সঞ্চালনা করেন অনুষদের সহকারি অধ্যাপক রুবেল সেনগুপ্ত।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চোরাই ব্যাটারি-অটোরিকশা সহ আটক ২