পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ১৭

আজাদী অনলাইন | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ১১:০৬ পূর্বাহ্ণ

মাদারীপুরের শিবচরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০ জন।

আজ রোববার সকাল পৌনে ৮টায় শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে পাশের খাদে পড়ে যায়।

এ পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়ে জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে প্রাণ হারিয়েছেন আরও তিনজন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি করা হয়েছে, তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিহতদের পরিবারকে লাশ দাফনের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। আহতদেরকে পাঁচ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর এটিই এক্সপ্রেস হাইওয়েতে ঘটা সবচেয়ে বড় দুর্ঘটনা। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতি ও বাসটির যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ফরিদপুরের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, “ধারণা করা হচ্ছে দ্রুতগামী বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনে থেকে মাঝামাঝি পর্যন্ত অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।”

পূর্ববর্তী নিবন্ধচবি এলামনাই এসোসিয়েশনের অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সাময়িক স্থগিত