রোহিঙ্গাদের নিয়ে কাজ করাদের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ আছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

আজাদী অনলাইন | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:৫৬ অপরাহ্ণ

“রোহিঙ্গাদের নিয়ে যারা কাজ করে তাদের বিষয়ে অভিযোগ রয়েছে যে তারা জঙ্গি-উগ্রবাদীদের অর্থায়ন করে।”

এমন অভিযোগ খতিয়ে দেখার পরিকল্পনা সরকারের রয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “যা অর্থ আসে রোহিঙ্গাদের নামে তার কতটুকু রোহিঙ্গাদের জন্য ব্যয় হয়- আর কতটুকু কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যয় হয়, তার একটা হিসাব থাকা উচিত।”

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কমিটির সভাপতি।

তিনি বলেন, “জঙ্গি-উগ্রবাদীদের অর্থায়ন করা হয়-এমন অভিযোগ আছে, সেটা পরিষ্কার হওয়ার জন্য তাদের কাছে আইনানুগভাবে হিসাব চাওয়া যেতে পারে।”

দেশে অবৈধ অস্ত্রের সঠিক তথ্য বের করে তা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বৈঠকে জানান মন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, “অনেকের অস্ত্রের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে অস্ত্রটি অবৈধ হয়ে পড়ে। আবার কেউ কেউ জাল লাইসেন্স বানিয়ে অবৈধ অস্ত্র বৈধ করার চেষ্টা করে। এসব অবৈধ অস্ত্রের তথ্য বের করে তা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কয়েকজন মন্ত্রী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রাম মহানগর আ.লীগের নেতাদের সৌজন্য সাক্ষাত
পরবর্তী নিবন্ধব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন