লোহাগাড়ায় অগ্নিদগ্ধে আহত গৃহিনীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৭ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে অগ্নিদগ্ধে আহত মরিয়ম খাতুন (৪৫) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহিনী মরিয়ম খাতুন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলানা পাড়ার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ও ৫ সন্তানের জননী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বসতঘরের উঠানে শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশতঃ শাড়িতে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায় তার।

পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। তার শরীরের ৩০-৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

পূর্ববর্তী নিবন্ধজামালখানে দেয়াল ধসে পথচারি নিহত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু