হাটহাজারীতে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:১৮ অপরাহ্ণ

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে ছাফা মারওয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলান মেখল ইউনিয়নের কাজিপাড়ায় এলাকার আব্দুস সবুরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্হানীয় সালাউদ্দিনের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, ছাফা মারওয়া পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করার পর পানিতে ভাসতে দেখে উপস্থিত লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অগ্নিদগ্ধে আহত গৃহিনীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে র‌্যা‌বের অ‌ভিযা‌নে ৪ জলদস্যু অস্ত্রসহ গ্রেফতার