জামালখানে দেয়াল ধসে পথচারি নিহত

আজাদী অনলাইন | বুধবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি পুরাতন ভবনের দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালখানের দাওয়াত ও সিকদার হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, দেয়াল ধসে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। নিহত ও আহতের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, “পুরাতন ভবন ভাঙার সময় দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, ২ শিশু গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অগ্নিদগ্ধে আহত গৃহিনীর মৃত্যু