খাগড়াছড়িতে ৫ দোকান আগুনে পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:২৯ অপরাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুতের সর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে ৫ ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটে। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে অন্তত ৫টি ব্যবসায়ীর দোকান আগুনে পুুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক শাকরিয়া হায়দার বলেন, “আগুনের উৎস ফায়ার সার্ভিসের পাশাপাশি হওয়ায় আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷”

এ সময় এই কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত সম্ভবত বিদ্যুতের সর্টসার্কিট থেকে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে কলেজ গেইট এলাকার রমেন চাকমার সৃজন কম্পিউটার এন্ড স্টুডিও, নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পাবর্ত্য লাইবেরি, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজ সম্পূর্ণ পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পণ্যের মূল্য তালিকা না থাকায় ১৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধসাজাপ্রাপ্ত দম্পতি গ্রেপ্তার