কাপ্তাই হ্রদে ৭০ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৬:২০ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রাকৃতিক প্রজননের পাশাপাশি কার্প জাতীয় মাছের উৎপদান বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি বিএফডিসি’র নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত মোট ৭০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে রাঙামাটি বিএফডিসি।

কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি এবং হ্রদে কার্প জাতীয় মাছের আধিক্য বাড়ানোর জন্য মাছের পোনা অবমুক্ত ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে হ্রদে মৎস্য আহরণ বন্ধে চলমান নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রায় ২৫ হাজার জেলে পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (২৫ মে)।

বৃহস্পতিবার সকালে বিএফডিসির ফিশারিঘাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ এর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কাজী আশরাফ উদ্দিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, চট্টগ্রাম নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার আ.ফ.ম. নিজাম উদ্দিন, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু।

অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন, “পার্বত্য চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রী আন্তরিক। সরকার এ অঞ্চলের মানুষের উন্নয়নের চেষ্টা করছে। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ ও মাছের বৃদ্ধির জন্য প্রতি বছর নির্দিষ্ট সময় মাছ শিকার বন্ধ রাখা হয়।”

এসময় ভিজিএফ কার্ডের ২০০ জেলে পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহালদা নদী থেকে জাল জব্দ
পরবর্তী নিবন্ধবেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা রাশিয়ার