করোনা মহামারীর কারণে গত দুই বছর অনুষ্ঠিত হতে না পারলেও নগরীর লালদীঘি এলাকায় এবার বসেছে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা।
অনেকেই এ মেলা থেকে সংগ্রহ করেন হাতপাখা, ডালা, কুলা, দা-বটি সহ নানা গৃহস্থালি সামগ্রী।
মেলায় সেরকম একটি অস্থায়ী দোকানে গৃহস্থালি এ সামগ্রীগুলো বিক্রি হতে দেখা গেছে আজ রবিবার(২৪ এপ্রিল)।