হাটহাজারীতে ফের অজগর উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ৬:৪৪ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসদরস্থ আজিমপাড়া মসজিদ এলাকার বুড়ির বাপের বাড়ি থেকে ৭ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

আজ রবিবার(২৪ এপ্রিল) সকালে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ অজগর সাপটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ৭ ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করা হয়। পরে আমাদের আওতাধীন গহীন জঙ্গলে এটিকে অবমুক্ত করা হয়।”

এসময় বনবিভাগের সহকারী কর্মকর্তা রেজাউল করিম, অফিস সহকারী আশুতোষ দাশ, মো. হাসমত, এফজি জুয়েল খাঁন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ‘খালের পানি খেয়ে’ ১৩ মহিষের মৃত্যু