আনোয়ারায় ‘খালের পানি খেয়ে’ ১৩ মহিষের মৃত্যু

সিইউএফএলের বর্জ্যে বিষাক্ত হওয়ার অভিযোগ

আজাদী অনলাইন | রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ৮:২৭ অপরাহ্ণ

আনোয়ারায় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) থেকে নিঃসরিত ‘বর্জ্য মিশ্রিত পানি খেয়ে’ ১৩টি মহিষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ রবিবার(২৪ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় সিইউএফএল-এর পেছনের খালে এ ঘটনার পর দুপুরে স্থানীয়রা বিক্ষোভ করে।

মৃত মহিষগুলোর মালিক দুধকুমড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াস, ইব্রাহীম ও নুর মোহাম্মদ।

বারশত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদ বলেন, “শনিবার রাতে কোনোরকম ঘোষণা ছাড়াই সিইউএফএল কর্তৃপক্ষ তাদের বর্জ্য খালে ছাড়ে। এতে খালের পানি বিষাক্ত হয়ে পড়ে। সকালে সেখানে বর্জ্য মিশ্রিত পানি পান করে ১৩টি মহিষ মারা যায়।”

একইভাবে গত ১৪ মার্চ ওই এলাকায় চারটি গরু মারা যায় দাবি করে প্যানেল চেয়ারম্যান বলেন, “প্রায় সময়ই সিইউএফএল কর্তৃপক্ষ বর্জ্য ছেড়ে দেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। বর্জ্য শোধন না করে তা সরাসরি খালে ফেলে দেয় তারা।”

এতে করে ওই এলাকার কৃষক ও গবাদিপশুর মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, “আমরা সিইউএফএল কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগ দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে সিইউএফএল-এর জিএম মইনুল হক বলেন, “কারখানার পাশের খালে কয়েকটি মহিষ মারা যাওয়ার সংবাদ আমরা জেনেছি। ঘটনাস্থলে আমাদের পরিদর্শক দল পাঠানো হয়েছে।”

সিইউএফএল’র নিজস্ব ইটিপি রয়েছে জানিয়ে তিনি বলেন, “বর্জ্যমিশ্রিত পানি পানে এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। আমাদের পরিদর্শক দল সেখানকার পানির নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার পর কারণ জানা যাবে।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ফের অজগর উদ্ধার, জঙ্গলে অবমুক্ত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মুক্তিপণ নিতে এসে অপহরণকারী গ্রেপ্তার