হাটহাজারীতে পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৯ অপরাহ্ণ

হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় টিলা ও ছড়া হতে অবাধে অবৈধভাবে মাটিকাটা ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারা ভঙ্গের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, “গভীর জঙ্গলের পাহাড়গুলোতে এ ধরনের অবৈধভাবে মাটিকাটা হয় বলে অভিযোগ পাওয়া যায়। যেহেতু এই এলাকাগুলোতে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তাই গাড়ি একটি নির্দিষ্ট জায়গায় রেখে প্যারালাল খাল পার হয়ে পায়ে হেঁটে এই গভীর জঙ্গলের পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।”

তিনি বলেন, “এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এই চক্রের সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান করে। যখনই তারা প্রশাসন বা পুলিশের গাড়ি দেখে তখনই তারা মোবাইল ফোনের মাধ্যমে সকলকেই অবহিত করে। মাটিভর্তি গাড়ি রেখেই ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে মালিক ও ড্রাইভারকে সেই স্থানে ডেকে আনা হয়। তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবে না মর্মে অঙ্গীকার করেন।”

অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধু সরকারি দলের নয়, বিএনপিসহ সকলের : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মন্দিরে চুরি