হালদায় বিষ প্রয়োগে মাছ শিকারের অপরাধে একজনের কারাদণ্ড 

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৩:৩২ অপরাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় এক ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নে নবনির্মিত হালদা রিসোর্স সেন্টারের নিকটবর্তী গছালি খালের পশ্চিম পার্শ্বে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় স্থানীয় আবুল কালাম ও ওসমান নামে দুই ব্যক্তি অভিযুক্ত আলমগীরকে আটক করে।

অন্যদিকে, অবস্থা বুঝে আটককৃতের দুই সহযোগী মাছ শিকারী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আলমগীরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার সত্যতা খুঁজে পান। এ সময় তার কাছে বিষ দিয়ে শিকার করা বেশকিছু চিংড়ি মাছ পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।

গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার মোর্শেদ তালুকদার ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়। 

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
পরবর্তী নিবন্ধবিশৃঙ্খলা করলে জনগণই প্রতিহত করবে বিএনপিকে