চার্জার লাইট-টর্চ-ইস্ত্রির ভেতরে আড়াই কোটি টাকার সোনা

আজাদী অনলাইন | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমানের এক যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকার ২৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

জব্দ করা এ সোনার বারগুলোর ওজন প্রায় তিন দশমিক ৩৭৬ কেজি বলে জানিয়েছে তারা।

আজ রবিবার(২৯ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটের যাত্রী শাফি আলমের লাগেজ চেক করে এসব সোনার বার পাওয়া যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. নেয়ামুল হাসান।

তিনি বলেন, “ওই যাত্রী তার লাগেজের ভেতরে রাখা চার্জার লাইট, টর্চ এবং ইস্ত্রির ভেতরে বিশেষ কায়দায় এসব সোনার বার লুকিয়ে বিদেশ থেকে নিয়ে আসেন। লাগেজ স্ক্যানিংয়ের সময় এসব সোনার বার পাওয়া যায়।”

জব্দ করা সোনার ‘আনুমানিক মূল্য’ প্রায় আড়াই কোটি টাকা উল্লেখ করে নেয়ামুল হাসান বলেন, “এসব সোনার বার বাজেয়াপ্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অভিযানের খবর পেয়ে ক্লিনিক বন্ধ
পরবর্তী নিবন্ধকমিটি ঘোষণা ছাড়াই সম্পন্ন উত্তর জেলা যুবলীগের কাউন্সিল অধিবেশন