বাঁশখালীতে অভিযানের খবর পেয়ে ক্লিনিক বন্ধ

বাঁশখালী প্রতি‌নি‌ধি | রবিবার , ২৯ মে, ২০২২ at ৭:২৮ অপরাহ্ণ

বাঁশখালী‌তে দ্বিতীয় দি‌নের মতো উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাস‌নের উ‌দ্যো‌গে বিভিন্ন নিবন্ধনবিহীন বেসরকা‌রি হাসপাতাল, ক্লিনিক ও ল্যাবের বিরুদ্ধে অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

আজ র‌বিবার(২৯ মে) সকাল থে‌কে শীলকূপ টাইম বাজার ও চাম্বল বাজারের বিভিন্ন ক্লিনিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বাঁশখালী স্কয়ার ক্লিনিককে বিভিন্ন অনিয়মের জন্য ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বেশ কয়েকটি ক্লিনিক কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ক্লিনিক বন্ধ করে সটকে পড়ে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডাক্তার হীরক কুমার পাল সহ পু‌লি‌শের দা‌য়িত্বশীল কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

বাঁশখালী উপ‌জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে নিবন্ধনহীন ও সরকা‌রি নি‌র্দেশনার বাই‌রে যে সব হাসপাতাল, ক্লিনিক ও ল্যাব র‌য়েছে তা‌দের বিরুদ্ধে অ‌ভিযান প‌রিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ট্রাক খাদে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ৩
পরবর্তী নিবন্ধচার্জার লাইট-টর্চ-ইস্ত্রির ভেতরে আড়াই কোটি টাকার সোনা