ফটিকছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৯:৫৭ অপরাহ্ণ

ফটিকছড়িতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক মো. মালেক (৫০) হারুয়ালছড়ির পূর্ব ফটিকছড়ি গ্রামের দানু মিয়ার বাপের বাড়ির মো. ইছমাইলের ছেলে।

আজ বুধবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে বৃষ্টি ও বজ্রপাতের সময় মালেক মাঠ থেকে গরু নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এমন সময় মালেক মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুত্বর আহত হন।

আহত অবস্থায় তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, “বজ্রপাতে কৃষক মালেক নিহত হওয়ার খবর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনকালে স্ক্যাভেটর জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৩ কেজি স্বর্ণের চালান আটক