চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৩ কেজি স্বর্ণের চালান আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ১১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ ফেরত এক যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বারসহ প্রায় ৩ কেজি স্বর্ণের একটি চালান আটক করা হয়েছে।

বিমানবন্দরে এনএসআইয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীকে চ্যালেঞ্জ করে স্বর্ণের চালানটি আটক করে। হাটহাজারীর মোহাম্মদ আতিক উল্লাহ নামের ওই যাত্রী বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। বিমান বন্দর এনএসআই টিম তাকে চ্যালেঞ্জ করলে তিনি কিছু নেই বলে দাবি করেন।

পরে তার কোমরের বেল্টের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থা ২৪ টি স্বর্ণের বার (২৪ ক্যারেট, ২ কেজি ৭৯৬ গ্রাম) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম ২ কোটি ১০ লাখ টাকার বেশি বলে সূত্র জানিয়েছে।

মোহাম্মদ আতিক উল্লাহকে পতেঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে রাতে শেষ খবরে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধক্রমান্বয়ে বাড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য