ফটিকছড়িতে বেত্রাঘাতে জখম এসএসসি পরীক্ষার্থী

আজাদী অনলাইন | শুক্রবার , ১৭ মার্চ, ২০২৩ at ১২:২১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সাইফুল ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বেত্রাঘাতে জখম করার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তের নাম শরফ উদ্দিন।

গত মঙ্গলবার দুপুরে কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির রহমান সানি।

নির্যাতনের শিকার শিক্ষার্থী সাইফুল ইসলামের পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযোগ করে জানান, তার ছেলে এ বছর এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার আগে স্কুলে তাদের মডেল টেস্ট চলছিল। পাশাপাশি তাদেরকে বাধ্যতামূলক কোচিংও করতে হয়। পরীক্ষা ও কোচিং একসাথে হওয়ায় শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে এবং যেকোনো একটি চালু রাখার দাবি জানায়। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সদস্য শরফ উদ্দিনকে জানান। শরফ উদ্দিন স্কুলে এসে শিক্ষার্থীদেরকে স্কুল অফিসে ডেকে নিয়ে ধমকাতে থাকেন।

এসময় সাইফুল এর প্রতিবাদ করলে তাকে বেত দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন তিনি। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে অন্যান্য শিক্ষার্থীরা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

একাধিক অভিভাবক অভিযোগ করে জানান, স্কুলের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় স্কুলটিতে নানা অনিয়ম চলছে। শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করেছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি-এর বাইরে ৩,২০০ টাকা করে আদায় করা হয়েছে। এছাড়া উন্নয়ন ফি’র নামেও আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। প্রধান শিক্ষকের যোগসাজসে চলছে কোচিং বাণিজ্য।
এ নিয়ে আমরা শিক্ষা বিভাগে অভিযোগ দেব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুচ ছাত্তারের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ফটিকছড়ি ইউএনও সাব্বির রহমান সানি বলেন, “সরকার যেখানে আইন করেছে ছাত্রদের বেত্রাঘাত করা নিষেধ সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছাত্রকে বেত্রাঘাত করা চরম অন্যায়। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১৪ লাখ ইয়াবা পাচার মামলায় তিনজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধশাহ আমানত সেতুর কাছে বাসে হঠাৎ আগুন