- কোনো ফাইল, ফোল্ডার ইত্যাদি শর্টকাটে Rename করতে চাইলে রাইট বাটন ক্লিক করে Rename-এ ক্লিক না করে F2 প্রেস করুন।
- সকল প্রোগ্রাম একসাথে বন্ধ করতে চাইলে ক্লিক করুন ALT+F4। তাহলে একে একে সব ম্যানুয়ালি বন্ধ করতে হবে না।
- ব্রাউজার ব্যবহার করার সময় ভুল করে কোনো ট্যাব বন্ধ হয়ে গেলে প্রেস করুন SHIFT+CTRL+T।দেখবেন সর্বশেষ ট্যাবটি আবার Open হয়ে গেছে।
- মনে করুন আপনি অনেক ব্যস্ততার মধ্যে আছেন এবং এই সময় সকল উইন্ডো একসাথে মিনিমাইজ করার প্রয়োজন হয়ে পড়ল। এখন একটা একটা করে সকল উইন্ডো মিনিমাইজ করতে গেলে সময় লেগে যাবে যা আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। এই অবস্থায় কম্পিউটারের কী-বোর্ডের Windows+D বাটন একসাথে প্রেস করলেই সকল উইন্ডো একই সাথে মিনিমাইজ হয়ে যাবে।
- ব্রাউজারে চলমান ট্যাবটি বন্ধ করতে চাইলে Cancel বাটনে ক্লিক না করে CTRL+W প্রেস করলেই ট্যাবটি বন্ধ হয়ে যাবে।
- কোনো Paragraph পুরোপুরি Select করতে চাইলে Paragraphটি ৩ বার ক্লিক করুন। দেখবেন পুরোপুরি Select হয়ে যাবে।
লেখক: ক্রিয়েটিভ ডিজাইনার