হেল্পডেস্ক বসিয়ে পরীক্ষার্থীদের মোবাইল-ব্যাগ নিয়ে উধাও

চবি ভর্তি পরীক্ষা

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ৫:৫৮ অপরাহ্ণ

ভুয়া হেল্পডেস্ক বসিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোন ও ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উধাও হয়ে গেছে একটি চক্র।

আজ মঙ্গলবার(১৬ আগস্ট) বেলা ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের পাশে ও শহীদ আব্দুর রব হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বেশ কয়েকজন যুবক টোকেন দিয়ে তাদের ব্যাগ ও মোবাইল ফোন জমা রাখে। পরীক্ষার্থীরা হেল্পডেস্ক ও টোকেন দেখে বিশ্বাস করলেও পরীক্ষা শেষে বের হয়ে দেখেন জমা রাখা বুথ এবং লোকজন নেই।

এ ঘটনায় প্রতারিত হয়েছেন ৭ পরীক্ষার্থী। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিহীন হেল্পডেস্ক বসিয়ে পৃথক দু’টি স্থানে এমন প্রতারণার অভিযোগ উঠেছে এ চক্রের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “কয়েকজন ভর্তি পরীক্ষার্থী প্রতারণার শিকার হয়েছেন। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা করছি আমরা।”

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার সাবেক মেয়র সামশু মাস্টারের ছেলের গুলিতে মায়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধবান্দরবানে সেনাবাহিনীর জিপ খাদে পড়ে ১ সৈনিকের মৃত্যু, আহত ৩