জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ ২-৩ দিনের মধ্যে

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৯:১৪ অপরাহ্ণ

কক্সবাজার সদরের খুরুশকুলে নির্মাণাধীন দেশের বৃহত্তম ‘খুরুশকুল বায়ু বিদ্যুৎ প্রকল্পে’র ২২টি টারবাইনের মধ্যে ১০টির কাজ সম্পন্ন হয়েছে। এই ১০টি টার্বাইন থেকে আগামী ২-৩ দিনের মধ্যে প্রাথমিকভাবে প্রায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

আজ বুধবার (২৪ মে) খুরুশকুলে এ বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে এসে এ কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তিনি বলেন, “চীনের সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে কক্সবাজার সদরের খুরুশকুলে নির্মাণাধীন ২২টি টারবাইনের মধ্যে যে ১০টির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেই টার্বাইনগুলোর প্রতিটি থেকে ৩ মেগাওয়াট করে প্রায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
বাকি ১২টি টার্বাইনসহ বিদুৎ কেন্দ্রটি সরকারের এই মেয়াদকাল অর্থাৎ এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পরিপূর্ণভাবে উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুত হবে।”

গত বছরের ৩১ মার্চ দুপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘খুরুশকুল বায়ুবিদ্যুৎ প্রকল্প’টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি ইনানী সৈকতেও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ঘোষণা দেন।

প্রায় ৯শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘খুরুশকুল বায়ুবিদ্যুৎ প্রকল্প’টি বাস্তবায়ন করছে ইউএসডিকে গ্রিন অ্যানার্জি লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রথম টারবাইন (পাখা) উত্তোলনের কাজ গত বছরের ৩১ অক্টোবর সফলভাবে সম্পন্ন হয়।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম খান জানান, খুরুশকুলের বায়ুবিদ্যুৎ প্রকল্পের পাখাগুলো খুরুশকুল ছাড়াও পাশ্র্ববর্তী পিএমখালী, চৌফলদণ্ডি ও ভারুয়াখালী ইউনিয়নে স্থাপন করা হচ্ছে। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ফিশিং ট্রলার ডুবে কিশোর নিখোঁজ
পরবর্তী নিবন্ধনির্বাচনে বাধা হলে মিলবে না মার্কিন ভিসা