নিত্যপণ্যের দাম আপাতত কমছে না: বাণিজ্যমন্ত্রী

আজাদী অনলাইন | বুধবার , ১ জুন, ২০২২ at ১০:৫৩ অপরাহ্ণ

বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর মতো কোনো সুখবর আপাতত নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, “পণ্যের দাম কমার কোনো সুযোগ দেখছি না। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে পারে। আপাতত বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশে নিত্যপণ্যের দাম কমানোর মতো কোনো সুখবর নেই।”

আজ বুধবার(১ জুন) দুপুরে রংপুর পর্যটন মোটেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় মন্ত্রী এই মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে দেশে তেলের দাম কমানো সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশে জুনের মাঝামাঝি সময় থেকে দেশের দারিদ্রসীমার নিচে বসবাস করা এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।”

তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এখন ডলারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ফলে আমদানিকারকদের পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবকিছুতে এর প্রভাব পড়ছে। মৌসুমে চালের দাম বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয় দেখভাল করছে। এ বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী চাল মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সারাদেশে অভিযান চলছে।”

ভারতের সঙ্গে তুলনা করে টিপু মুনশি বলেন, “দেশে তেলের লিটার ১৯৮ টাকা। আর কোলকাতায় এখন লিটার ২১৫ টাকা ছাড়িয়েছে। শুধু নিজের দেশের পণ্যের মূল্যবৃদ্ধির সংবাদ না করে বাইরের দেশের অবস্থাও তুলে ধরতে হবে। শ্রীলংঙ্কা, ইংল্যান্ড, জার্মানি ও ভারতে তেলের দাম কত সেই চিত্রসহ বিশ্ববাজার পরিস্থিতি প্রচার করলে আমাদের জনগণ সঠিক তথ্য পাবে।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার ৫
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা