সিএমপি’র তিন পুলিশ প্রত্যাহার

চোর সন্দেহে দুই শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

আজাদী অনলাইন | রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ১১:৩৯ অপরাহ্ণ

চোর সন্দেহে দুই শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর এবং চুল কেটে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)-এর তিন পুলিশ সদস্যকে তাদের দায়িত্বস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই তিন পুলিশ সদস্য হলেন মেহেদী হাসান টগর, আহসান হাবিব ও মাজাহারুল ইমলাম।

সিএমপি’র পিওএম শাখায় কর্মরত এই তিন কন্সটেবল নগরীর বাটালি হিলে ম্যাজিস্ট্রেট কলোনি এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

তাদের সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-জনসংযোগ) শাহাদাত হোসেন রাসেল।

গত শুক্রবার দুই শিশুকে নির্যাতনের ভিডিও গতকাল শনিবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তার একদিন বাদেই ব্যবস্থা নিল নগর পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে আনুমানিক ১২ বছর বয়েসী ওই দুই শিশুকে ধরে বাটালি হিলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

এডিসি রাসেল আজ রবিবার(২১ আগস্ট) বলেন, “ওই তিন কন্সটেবল বাটালি হিলের ডিআইজি বাংলোতে ম্যাজিস্ট্রেট কলোনি এলাকার নিরাপত্তায় পেট্রোলিং ডিউটির দায়িত্বে ছিলেন। ম্যাজিস্ট্রেট কলোনির নিরাপত্তাকর্মীদের কাছ থেকে চুরির অভিযোগ পেয়ে তারা দুই শিশুকে ধরে আনেন। তবে বিষয়টি তারা সংশ্লিষ্ট থানা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেননি।”

আজ রবিবার নগর পুলিশ কমিশনারের নির্দেশে ওই তিন কন্সটেবলকে সরিয়ে নিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধভুয়া সংবাদ-ভিডিও সরাতে ফেসবুক-ইউটিউবকে নোটিস
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি