সিআইইউতে মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান

| সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৭:১২ অপরাহ্ণ

তরুণ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘বুস্ট আপ ইউর মেন্টাল হেলথ’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান।

সম্প্রতি নগরীর জামাল খান ক্যাম্পাসে সিআইইউর এইচআরএম সোসাইটি হতাশা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস বাড়াতে শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে মানসিক স্বাস্থ্যের নানান দিক নিয়ে কথা বলেন সেরেনিটি পিএসএস সেন্টারের মনোবিদ তোফা হাকিম। তিনি চমৎকারভাবে বর্তমান সময়ে ভয়, সংকোচ, বাধা, প্রতিবন্ধকতায় ভোগা তরুণদের নানান মানসিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরাও তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন। পরে তাদের প্রশ্নের জবাব খুঁজে নেন।

অনুষ্ঠানে মনোবিদ তোফা হাকিমের হাতে ক্রেস্ট তুলে দেন সিআইইউর এইচআরএম সোসাইটির সদস্যরা। এই সময় অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে আরও বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট সালমান হোসাইন আকাশ, ভাইস প্রেসিডেন্ট সুমিত ভট্টাচার্য, জিএস অভয় দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক