সিআইইউতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার

| সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৭:০৩ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) এর মাধ্যমে দেশের ব্যবসায়িক সেক্টরকে আরও গতিশীল করার জন্য নিজেদের প্রস্তুতির এখনই সময়। দেশের তরুণদের তাই উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে এই প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর কোনো বিকল্প নেই।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত ‘ব্যবসায়িক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এমনই কথা বলেছেন বক্তারা।

তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হলে ব্যসায়িক সেক্টরে ইতিবাচক পরিবর্তন আসবে। উৎপাদন খরচ কমবে। পণ্যের গুণগত মান বৃদ্ধি হওয়ার পাশাপাশি দ্রুত সেবাও পাওয়া যাবে। তবে এসব সুবিধা পাওয়া জন্য বিনিয়োগ বাড়ানো ও তরুণদের কর্মক্ষেত্র সৃষ্টির দিকে নজর দিতে হবে সবাইকে।

নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে সিআইইউ বিজনেস স্কুল সম্প্রতি এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন কর্পোরেট সাপোর্ট প্রাইভেট লিমিটেড ও ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান ইমতিয়াজ আলম এফসিএ। বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের ও সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।

উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অনুষদের কৃতী শিক্ষার্থী রফিকুল আলম। অনুষ্ঠান শেষে প্রধান বক্তার কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নানান প্রশ্ন করেন শিক্ষার্থীরা। এই সময় তার হাতে সিআইইউ বিজনেস স্কুলের পক্ষ থেকে ক্রেস্টও তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বিস্ময়
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শর্ট সার্কিটের আগুনে সাত লাখ টাকার ক্ষতি