শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বিস্ময়

ছদাহা মহিলা আ.লীগের কর্মী সভায় এম এ মোতালেব সিআইপি

| সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ১১:৫৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা আমাদেরকে বজায় রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে রুপান্তরিত হবে।”

তিনি ছদাহা মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় সম্প্রতি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন সহজ সারল্যে ভরা। মেধা-মনন, কঠোর পরিশ্রম, সাহস, ধৈর্য, দেশপ্রেম ও ত্যাগের আদর্শে গড়ে উঠেছে তার আকর্ষণীয় ব্যক্তিত্ব। পোশাকে-আশাকে, জীবনযাত্রায় কোথাও বিলাসিতা বা কৃত্রিমতার কোনো ছাপ নেই। নিষ্ঠাবান ধার্মিক তিনি। নিয়মিত ফজরের নামাজ ও কোরআন তেলওয়াতের মাধ্যমে তার দিনের সূচনা ঘটে।”

এম এ মোতালেব বলেন, “মিয়ানমার সরকারের ভয়াবহ নির্যাতনে আশ্রয়হীন দশ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে ‘বিশ্ব মানবতার বিবেক’ হিসেবে প্রশংসিত হয়েছেন তিনি। জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতারা তার এই মানবিক দৃষ্টান্তের প্রশংসায় পঞ্চমুখ। নিখাদ দেশপ্রেম, দূরদর্শিতা, দৃঢ়চেতা মানসিকতা ও মানবিক গুণাবলী তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। একবিংশ শতাব্দীর অভিযাত্রায় দিন বদলের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার সুনিপুণ কারিগর শেখ হাসিনা। তিনিই বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক এবং ভরসার শেষ আশ্রয়স্থল।”

সভায় আরো উপস্থিত ছিলেন এম এ ইসহাক, নাজিম উদ্দীন, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মমতাজ, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদ আলম দুলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, ইউপি সদস্য সম্পা দেবী সোমা, হামিদা বেগম, রেহেনা আক্তার ,রিফা চৌধুরী, নুর বানু, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রীস, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান প্রমুখ।

সভায় সম্পা দেবী সোমাকে সভাপতি এবং নাসরিন সুলতানা ঝুমাকে সাধারণ সম্পাদক করে ছদাহা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গি দল জামাতুল আনসারের ‘আমির’ গ্রেফতার
পরবর্তী নিবন্ধসিআইইউতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার