চন্দনাইশে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর আত্মহত্যা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ৪:৪২ অপরাহ্ণ

চন্দনাইশে পারিবারিক কলহের জের ধরে এক প্রবাসী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম লিটন দাশ(৫০)।

আজ শনিবার(১১ জুন) সকালে চন্দনাইশ থানা পুলিশ নিহত লিটনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বরকল ইউনিয়নের সাতঘটিয়া পুকুরপাড়স্থ কুলালডেঙ্গা এলাকায়।

জানা যায়, এলাকার মৃত পুলিন দাশের ছেলে লিটন দাশ গত ৮ মাস পূর্বে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে দেশে আসেন। স্থানীয় সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় তাদের ২০/২২টি দোকান রয়েছে। দোকানগুলো তার অপর ভাই তপন দাশসহ দেখাশোনা করতেন তিনি।

এদিকে, আজ শনিবার ভোরে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে দেখেন লিটন দাশ গলায় রশি বেঁধে ঘরের ঘরের চালার সাথে ঝুলে রয়েছে। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে অবহিত করা হয়।

নিহতের ভাই তপন দাশ সাংবাদিকদের জানান, তার ভাই লিটন নেশাগ্রস্থ ছিল। প্রতিদিন রাতে সে নেশা করে বাড়ি ফিরত। ঘটনার আগের দিন রাতেও সে নেশা করে বাড়ি ফিরে তার বউকে মারধর করে। এক পর্যায়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে একটু রাগী প্রকৃতির ছিল।

এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে লিটনকে গলায় রশি বাঁধা অবস্থায় ঘরের বাইরের অংশে চালার সাথে ঝুলে থাকতে দেখেন।

খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি লিটন দাশ তার স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

এ ব্যাপারে তার ভাই তপন দাশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বোস্টনে বুদ্ধ জয়ন্তী ও বৌদ্ধ সংঘ সম্মেলন অনুষ্ঠিত