চার দিন বিদ্যুৎ সরবরাহের পরই বন্ধ হলো বাঁশখালীর এসএস পাওয়ার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় অবস্থিত ১,৩২০ মেগাওয়ার্ট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে ৪ দিন বিদ্যুৎ সরবরাহের পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন বন্ধ রয়েছে।

কয়লার সংকটের কারণে এ উৎপাদন বন্ধ হয় বলে বিষয়টি নিশ্চিত করেন এসএস পাওয়ার প্ল্যান্টের উপ-প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী মো. ফয়জুর রহমান।

তিনি আজ শুক্রবার (৯ জুন) দুপুরে এ ব্যাপারে বলেন, “এ প্রকল্প থেকে বিগত ৪ দিন ধরে গড়ে ৩০০-৩৫০ মেগাওয়ার্টের উপরে জাতীয় গ্রিড়ে বিদ্যুৎ সরবরাহ করেছি। বৃহস্পতিবার রাতে কয়লা সংকটের কারণে উৎপাদন বন্ধ করতে বাধ্য হই। আগামী ২০ জুনের আগে আবার উৎপাদনে যেতে পারব কি না জানি না।”

চলতি মাসে এ প্রকল্পের জন্য কয়লা আসবে। তখন পুনরায় চালু করা হবে বলে সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জানুয়ারি বাঁশখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এসএস পাওয়ার প্ল্যান্টটি জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়। এসএস পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশ দূষণের আশঙ্কা নেই। এই প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় শান্তি সমাবেশ সফল করতে রাঙ্গুনিয়ায় যুবলীগের প্রস্তুতিসভা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা