বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টে গুরুতর আহত ১ শ্রমিক

বৈদ্যুতিক ফুলকির স্পর্শে আগুন লেগে বিস্ফোরণ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:০৪ অপরাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারায় এস আলম ও চীনের সেফকো থ্রি’র অর্থায়নে নির্মাণাধীন এসএস পাওয়ার প্ল্যান্টের ঠিকাদার সেফকো-৩ এর সাব কন্ট্রাক্টর শেংডং সিয়ানথং-এর এক বাংলাদেশী গ্রাইন্ডিং লেবার বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়েছে।

তার নাম শাহাদত হোসেন(২২) বলে জানা গেছে। তিনি গণ্ডামারা ১নং ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এসএস পাওয়ার প্ল্যান্টের দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আজ শনিবার(২৫ জুন) বিকালে গণ্ডামারায় নির্মাণাধীন এসএস পাওয়ার প্ল্যান্টের ঠিকাদার সেফকো ৩-এর সাব কন্ট্রাক্টর শেংডং সিয়ানথং-এর বাংলাদেশী গ্রাইন্ডিং লেবার শাহাদত হোসেন বৈদ্যুতিক গ্রাইন্ডার দ্বারা এঙ্গেল গ্রাইন্ডিং করার সময় পাশে থাকা রং ও থিনারের টিনের বড় কৌটায় বৈদ্যুতিক ফুলকির স্পর্শে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

এতে শ্রমিক শাহাদতের ডান হাতে গুরুতর জখম সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হলে তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে আনা হলে পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

রাতে এ সংবাদ লেখা পর্যন্ত তিনি চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন বলে জানান এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়কারী ফারুক আহমদ।

তিনি বলেন, “কাজ করাকালীন রং ও থিনারের টিনের বড় কৌটায় বৈদ্যুতিক ফুলকির স্পর্শে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিনও ঘটনার সত্যতা স্বীকার করে ও বৈদ্যুতিক কারণে একজন আহত হওয়ার কথা জানান।

এদিকে, ঘটনার সময় আর কোনো শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া না গেলেও ঘটনার পর থেকে সেখানে সাধারণ শ্রমিকদের মাঝে আতংক বিরাজ করছে বলে সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুতে মানুষের ঢল
পরবর্তী নিবন্ধট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আহত, চমেকে মৃত্যু মোটরসাইকেল চালকের