রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাঁশখালীতে গুরুত্বপূর্ণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজার ও সদর এলাকার বাজারে আজ সোমবার (৪ এপ্রিল) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে মূল্য তালিকা না থাকা ও বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ১০ দোকানিকে ৯০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এতে চন্দন স্টোরকে ২ হাজার টাকা, ফখরুদ্দীন স্টোরকে ২ হাজার টাকা, আজিজ স্টোরকে ১ হাজার টাকা, আল্লাহর দান স্টোরকে ১ হাজার টাকা, সামসুল আলম স্টোরকে ৫শ’ টাকা, জামাল স্টোরকে ৫শ’ টাকা, আল্লার মালিক স্টোরকে ৫শ’ টাকা, সুজন স্টোরকে ৫শ’ টাকা, গ্রিন চিলি রেস্টুরেন্টেকে ৫শ’ টাকা, আল মদিনা হোটেলকে ৫শ’ টাকা অর্থদণ্ড করা হয়।
পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রয় করার কারণে ৩ রেস্টুরেন্ট মালিককেও অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, “রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে যার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এতে ব্যবসায়ীদের কারসাজি বন্ধে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের অর্থদণ্ড ও সতর্ক করেছি। পণ্য বিক্রয়ের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের জন্য সতর্ক করা হয়েছে।”
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমরা গুরুত্বপূর্ণ বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। বাজার মনিটরিংয়ের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”