বাঁশখালীতে গাজী ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে আজ শুক্রবার (২৭ জানুয়ারি) আবারো অভিযান পরিচালনা করে গাজী ব্রিকস (জিবিএম) নামে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে বাঁশখালী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত ইট-ভাটা স্থাপন, ইট পোড়াতে কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারায় ইট ভাটার মালিক মো. আজিজুল হক(৪৭)কে ২ লাখ টাকা জরিমানা করা ও আদায় করা হয়।

উল্লেখ্য, বাঁশখালীতে যে কয়েকটা ইটভাটা রয়েছে সেগুলোর মধ্যে ইলশা গ্রামে আধা কিলোমিটারের ব্যবধানে রয়েছে ৩টি ইটভাটা। সেখানে ফসলি জমি থেকে মাটা কাটা থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে। আর এ ইট ভাটা নিয়ে স্থানীয়দের মাঝে দ্বন্দ্ব সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটে।

পূর্ববর্তী নিবন্ধপাঠ্যবইয়ের ভুলের বেশিরভাগই দশ বছর আগের
পরবর্তী নিবন্ধসরকার হঠাতে ন্যূনতম দফা দিতে চায় বিএনপি