বান্দরবানে বেপরোয়া গতির টমটম কেড়ে নিল শিশুর প্রাণ

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ৬:৩৬ অপরাহ্ণ

বান্দরবানে ব্যাটারিচালিত অটোরিকশা(টমটম)-এর ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম নন্দীতা চক্রবর্তী (৮)।

আজ বৃহস্পতিবার(২৮ এপ্রিল) সকালে এগারোটায় এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়৷ নিহত নন্দীতা চক্রবর্তী বালাঘাটা ব্রিগেড সংলগ্ন এলাকার বাসিন্দা সজল চক্রবর্তীর কন্যা সন্তান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর টমটমের চালক নুরুল আলম পালিয়ে যায়। তার বাড়ি কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী বলেন, “টমটমের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নিখোঁজের পরদিন শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধ‘আনলিমিটেড’ কিন্তু উচ্চমূল্যের ইন্টারনেট প্যাকেজ চালু করছে চার অপারেটর