বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

মিতু হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৯ অপরাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ (পিবিআই)।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আদালতে এ চার্জশিট জমা দেয় তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।

বাবুল আক্তার ছাড়া চার্জশিটভুক্ত অন্যরা হলেন মো. কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক প্রকাশ ভোলো, মো. মোতালেব মিয়া ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু ও শাহজাহান মিয়া।

অন্যদিকে, চারজনকে চার্জশিটে অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন মো. সাইদুল ইসলাম সিকদার সাক্কু, নুরুন্নবী, রাশেদ ও গুইন্যা।

২০১৬ সালের ৫ জুন নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হয় মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ২৪ দেশের সেনা কর্মকর্তা
পরবর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি: অ্যাডমিশন টেস্ট যেন ভর্তিচ্ছুদের মিলনমেলা