এবার এপিবিএন সদস্যকে কুপিয়ে জখম করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

আজাদী অনলাইন | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৯:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে কুপিয়ে জখম করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বালুখালীর ৭ নম্বর ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত এপিবিএন সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে।

এপিবিএন-এর পক্ষ থেকে জানানো হয়, আহত সদস্যকে সন্ধ্যার পর প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুনুর রশিদ বলেন, “কন্সটেবল শহিদুল ক্যাম্প-৭-এর দিকে আসছিলেন। এসময় পথে একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে কোপায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ“মির্জা ফখরুল প্রমাণ করেছেন তারা পাকিস্তানের এজেন্ট”
পরবর্তী নিবন্ধভূজপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ৩