সৌম্যকান্তি ফোটেছিলেন
প্রকৃতি–পল্লবে,
জলের ছন্দে
ফুলের গন্ধে
নদীর তানে
পাখির গানে
‘ছড়ার রাজ’ ফোটেছিলেন
বিনাজুরি’র ভবে।
এখন তাঁহার জীবন–বাঁশি কান্না–হাসি
হাতে নিয়ে
খুঁজে বেড়ায় কোন্ ঠিকানায়
সন্ধ্যা–তারা দোয়েল–টিয়ে।
ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ
