ছড়ার রাজা ফোটেছিলেন

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

সৌম্যকান্তি ফোটেছিলেন

প্রকৃতিপল্লবে,

জলের ছন্দে

ফুলের গন্ধে

নদীর তানে

পাখির গানে

ছড়ার রাজ’ ফোটেছিলেন

বিনাজুরি’র ভবে।

এখন তাঁহার জীবনবাঁশি কান্নাহাসি

হাতে নিয়ে

খুঁজে বেড়ায় কোন্‌ ঠিকানায়

সন্ধ্যাতারা দোয়েলটিয়ে।

পূর্ববর্তী নিবন্ধসেতারের তার
পরবর্তী নিবন্ধরাত্রিরা অনিবার্য কান্নায়