মাথিন কূপে

জাবীদ মাইন্‌উদ্দীন | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

আইনের চোখে সবাই সমান

কথাটি সত্য হোক

সত্যই শুধু অপরাধীদের

দানব দৈত্য হোক

যে ত্রুটি নিজেই ধারণ করি

করোনা, কীভাবে বারণ করি

করিলে করিও গায়ের জোরে

টিকে না এসব ধূপে

সমুদ্রে নয়,

স্নান করি চলো

খ্যাতির মাথিন কূপে

ওখানে স্বচ্ছ আয়না আছে

ছলনা চাতুরী বায়না আছে

দেখা যায় মুখ আসল রুপেতে

সত্যি সত্যি যা তা

প্রতি পদে পদে বন্ধু তোমার

শৃগালের ফাঁদ পাতা

ফাঁদে যদি তুমি নিজকে জড়াও

অদ্ভুত সব চিজকে জড়াও

অশ্রু ঝরিবে গালের দুধারে

রুমালও পাবে না মুছো

সামনের পথ মসৃণ নয়

বন্ধুর উঁচু নিচু……

পূর্ববর্তী নিবন্ধজীবন যুদ্ধ
পরবর্তী নিবন্ধকালাকাল